নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৩ আগস্ট: টানা কয়েকদিনের বর্ষণে আসাম আগরতলা জাতীয় সড়কের তেলিয়ামুড়া মহকুমা আঠারোমুড়া পাহাড়ের মুঙ্গিয়াকামি থানাধীন ৩৯ মাইল তুইকরমা এলাকায় পাহাড় ধসে পরে স্তব্ধ জাতীয় সড়ক। ঘটনাস্থল পরিদর্শন করেন ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা।
টানা কয়েকদিনের দিনের বর্ষণে বৃহস্পতিবার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত ৪৭ মাইল শিবমন্দির এলাকার জাতীয় সড়ক ফাটল ধরে। এরপর থেকে আসাম আগরতলা জাতীয় সড়কের যানবহন চলাচল প্রশাসনিকভাবে বন্ধ করে দেয়। যাতে কোন ধরনের দুর্ঘটনা না ঘটে।
শুক্রবার সন্ধ্যা নাগাদ অসাম আগরতলা জাতীয় সড়কের আঠারোমুড়া পাহাড়ের ৩৯ মাইল তুইকর্মা এলাকায় পাহাড় ভেঙ্গে রাস্তায় পড়ে। যার ফলে জাতীয় সড়ক স্তব্ধ হয়ে পরে। এদিকে মন্ত্রী বিকাশ দেববর্মা জাতীয় সড়কের এই রাস্তা ধরে ৪৭ মাইল এলাকা শিব মন্দির এলাকায় রাস্তা ফাটল জায়গায় যাওয়ার কিছুক্ষণ পূর্বে পাহাড় ভেঙ্গে জাতীয় সড়কের উপরে পড়ে। আটকে পড়ে যায় মন্ত্রীর বিকাশ দেববর্মা। জানা গিয়েছে, প্রশাসনিকভাবে দ্রুততায় মাটি সরানোর কাজে হাত দেওয়া হবে। এইদিনই তিনি টানা কয়েক দিনের বর্ষণে তুইকরমা স্কুলে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের সাথে কথা বলেন।