আর জি কর–কাণ্ড: পটাশপুরে প্রতিবাদী নাগরিক মঞ্চের প্রতিবাদ সভা

পটাশপুর, ২২ আগস্ট (হি.স.): পটাশপুর সিংগা মোড়ে বৃহস্পতিবার ছাত্র যুব নাগরিকদের উদ্যোগে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে এবং আর জি করের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে আর জি করের ঘটনার তীব্র নিন্দা করে গান কবিতা এবং ছবিতে প্রতিবাদ জানানো হয়।এই প্রতিবাদী মঞ্চ থেকে বক্তব্য রাখেন  বিশিষ্ট চিকিৎসক এন কে প্রধান ও শশাঙ্ক শেখর পাত্র। এছাড়া আর জি কর আন্দোলনের অবস্থান মঞ্চের পক্ষ থেকে চিকিৎসক শামস মুসাফির, শুভাশিস চট্টোপাধ্যায়, কাঁথি বারডলি বাট হাই স্কুলের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন জানা, কাঁথি শহীদ ক্ষুদিরাম স্মৃতি রক্ষা সমিতির সম্পাদক বিশ্বজিৎ রায় প্রমুখ এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন।