নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট: এবার বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ালেন ৮ নং ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সেন সরকার। বৃহস্পতিবার তিনি ইন্দ্রনগর এলাকায় আশ্রিত শরণার্থীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন।
রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন সহস্রাধিক মানুষ। বিগত কয়েকদিনের টানা বর্ষণের ফলে রাজধানীর বিভিন্ন অঞ্চলে সৃষ্টি হয় প্লাবন। নদীর জল শহরে প্রবেশ করায় এ ধরনের বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হলেন রাজধানীর মানুষ। এবার শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়লেন আগরতলা পুরো নিগমের ৮ নং ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সেন সরকার।
বৃহস্পতিবার তিনি ইন্দ্রনগর স্থিত এক শরণার্থী শিবিরের সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন। এই অনুষ্ঠানে বিজেপি দলে রাজ্য নেতা সুবল ভৌমিক এবং অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
এক সাক্ষাৎকারে কর্পোরেটর বলেন দুর্গতদের যথারীতি সাহায্য করছে সরকার। তারপরও তিনি স্বউদ্যোগে দুর্গতদের সহায়তা করার প্রয়াস নিয়েছেন । এছাড়াও তিনি উল্লেখ করেন বিজেপি দলের অন্যান্য কার্যকর্তার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সহায়তা করে যাচ্ছে।
