নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: আগরতলা রাজভবন এর পিছনে ভালুকিয়া টিলা এলাকায় জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থার অভাবে সৃষ্টি হয়েছে প্লাবন। বুধবার এই অভিযোগ তুলে পথ অবরোধে শামিল হলেন এলাকাবাসী।ভারী বর্ষণের ফলে রাজধানীর বিভিন্ন স্থানের পাশাপাশি বুধবার বন্যার জল প্রবেশ করেছে ভালুকিয়া টিলা এলাকায় বসবাসরত স্থানীয় বাসিন্দাদের ঘরে।
উচু এলাকায় জল প্রবেশ করতে ক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয় মানুষ। তাদের অভিযোগ এলাকায় জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকার ফলেই স্থানীয় বাসিন্দাদের বাড়ি ঘরে জমেছে এক হাঁটু জল। যার ফলে তাদের দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। এমনকি রাস্তাঘাট এর কাজও সঠিকভাবে করা হয়নি। বুধবার এই অভিযোগ তুলে পথ অবরোধে শামিল হন এলাকাবাসী। ফলে দীর্ঘ সময় দুর্ভোগ সহ্য করেন পথযাত্রী থেকে শুরু করে যান চালাক। অবশেষে এলাকার কাউন্সিলর ও মন্ত্রীর আশ্বাসে রাস্তা অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় মানুষ।