নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: ত্রিপুরার রাজ্যসভার একমাত্র শূন্য আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হবে আগামী ৩ সেপ্টেম্বর। বুধবার এক সাক্ষাৎকারে জানালেন রিটার্নিং অফিসার সুইথুইফ্রু মগ।
ত্রিপুরা রাজ্যসভার একমাত্র শূন্য আসনে উপনির্বাচনের জন্য ইতিমধ্যে নমিনেশন জমা দিয়েছে বিজেপি ও সিপিএম দল। বুধবার ছিল নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ।
তাই এদিন নমিনেশন পত্র জমা দেন বিজেপি দলের প্রার্থী রাজিব ভট্টাচার্য এবং সিপিএম দলের প্রার্থী সুধন দাস । নমিনেশন স্কুটিনি হবে ২২আগস্ট এবং ভোটগ্রহণ হবে আগামী ৩ সেপ্টেম্বর।
বুধবার এক সাক্ষাৎকারে একথা জানান রিটার্নিং অফিসার সুইথুইফ্রু মগ। পাশাপাশি তিনি জানান ভোটগ্রহণে প্রক্রিয়া বিকেলে চারটায় সমাপ্ত হওয়ার পর কাউন্টিং করে ভোটের ফল প্রকাশ করা হবে।