বন্যা পরিস্থিতিতে প্রশাসনকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিএসএফ

আগরতলা, ২১ আগস্ট: রাজ্যজুড়ে বন্যা পরিস্থিতি। এমন অবস্থায় প্রশাসনকে সহায়তা করল বিএসএফ।

রাজ্যের দক্ষিণ জেলায় ভারী বর্ষণের ফলে বিলোনিয়া মহকুমা বিলোনিয়ার সীমান্ত ফাঁড়ি এলাকায় অবস্থিত সীমান্তবর্তী গ্রাম তালুকদারপাড়া, মনোরমুখ এবং দক্ষিণ সোনাইছড়ার নিচু এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে।

এমতাবস্থায় বিলোনিয়ার এসডিএমের অনুরোধে  বিলোনিয়া এবং সারসিমা বিওপি থেকে বিএসএফের ১ প্লাটুন নিয়ে গঠিত একটি উদ্ধারকারী দল। তারা তালুকদারপাড়া, মনোরমুখ এবং দক্ষিণ সোনাইছড়াতে উদ্ধার অভিযান চালায়। মোট ২৫টি পরিবার সহ  গবাদি পশু, জিনিসপত্র উদ্ধার করা হয়েছে
এবং তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

রাজ্যের সংকট পরিস্থিতিতে বিএসএফের সাহায্যকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *