নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স.): আর জি কর-কাণ্ডে কলকাতা হাইকোর্ট থেকে মামলা গেছে সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানিতে মঙ্গলবার গভীর উদ্বেগ প্রকাশ ওয়াই চন্দ্রচূড়–এর বেঞ্চ জানায়, নির্যাতিতার নাম, ছবি ও ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এই ঘটনা উদ্বেগের।
উল্লেখ্য, ধর্ষণ বা যৌন হেনস্থার মতো ঘটনায় নির্যাতিতার নাম, ছবি প্রকাশ করা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু আর জি কর–কাণ্ডে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে নিহত চিকিৎসকের নাম ও ছবিতে। এই নিয়েই এদিন ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, আর জি কর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে দেশের শীর্ষ আদালত। রুজু করেছে সুয়ো মোটো মামলা। মঙ্গলবার সেই মামলারই শুনানি হয়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মঙ্গলবার প্রথম শুনানির জন্য ওঠে আর জি কর-কাণ্ডের মামলা।