নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২০ আগস্ট: প্রকৃতির রোষানলে তথা বন্যা কবলে বিশালগড়ের বিভিন্ন অঞ্চল। বিশালগড় বাসীর খোঁজ খবর নিতে বন্যা কবলিত এলাকা তথা বিশালগড়ের সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করেন রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা।
এদিন ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিধায়ক। তিনি জানান, প্রবল বর্ষণের ফলে বিশালগড়ের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ইতিমধ্যেই অস্থায়ী শিবির গঠন করে সেখানে জনগণকে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে সাধারণ জনগণের তেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা দেখা হচ্ছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত জনগণের খাবার এবং থাকার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনিক তরফে। আগামী দিনের ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য প্রদানেরও আশ্বাসে দিয়েছেন বিধায়ক সুশান্ত দেব।