BRAKING NEWS

রেশন কার্ডে পরিবারের সব সদস্যের নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু করার নির্দেশ গ্রামোন্নয়ন মন্ত্রীর

হাইলাকান্দি (অসম) ১৯ আগস্ট (হি.স) : পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, খাদ্য ও অসামরিক মন্ত্রী রণজিৎ কুমার দাস হাইলাকান্দি জেলার রেশন কার্ডে  পরিবারের সব সদস্যের নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি সোমবার হাইলাকান্দিতে জেলা আয়ুক্তের সভাকক্ষে বিভাগীয় কাজকর্মের পর্যালোচনার সময় আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ করতে বলেন। এর পরবর্তীতে  দুস্থ ও দরিদ্র মানুষ যারা এখনো রেশন কার্ড পাননি, যদি এধরনের বাদ পড়া কোন লোক থাকে, তবে পরবর্তীতে তাদের তালিকাও তৈরি করতে বলেন প্রশাসনকে। সভায় জানানো হয় যে, গত বছর জেলায়  ৭৯ হাজার ৩৬৫ টি রেশন কার্ড দেবার লক্ষ্যমাত্রা থাকলেও ৯০ হাজার ৮৬৫ টি রেশন কার্ড দেওয়া হয়। এর পর মন্ত্রী রণজিৎ কুমার দাস জেলার গ্রামোন্নয়ন  কর্মসূচি গুলির পর্যালোচনার করেন ।২০২২-২৩ অর্থবছর থেকে জেলায় ৩৭ হাজার ৬১৯ টি  গ্রাম উন্নয়ন  কর্মসূচি রূপায়নের লক্ষ্যমাত্রা থাকলেও এখন পর্যন্ত ৩০ হাজার ১৩১ টি  রূপায়নের কাজ শেষ হয়েছে– যা ৮৩. ৭৮ শতাংশ। বাকিগুলির কাজ জোরগতিতে এগিয়ে চলছে। এরপর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণ করার কর্মসূচি পর্যালোচনার সময় জেলার কয়েকটি জিপিতে তা পুনরায় খতিয়ে দেখতে প্রশাসনকে বলেন।পাশাপাশি জানানো হয় যে, জেলায় ৪৩ হাজার ৭২৪ টি আবাস  যোজনার ঘর মঞ্জুর হলেও ৪০হাজার ১৬৬ টির নির্মাণ সম্পন্ন হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের জেলা পরিষদ পর্যায়ের ২০২০-২১, ২০২১-২২,২২-২৩ অর্থ বছরের সব প্রকল্পের কাজ শেষ হয়েছে। তবে ২০২৩-২৪ অর্থ বছরের ৩৩ টি প্রকল্পের মধ্যে ১৫ টির কাজ চলছে বলে সভায় জানানো হয়। আবাস যোজনার কাজগুলি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী  প্রতিদিনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তার নির্মাণ কাজ দ্রুত শেষ করতে বলেন। সভায় জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে, জেলা পরিষদের সিইও রণজিৎ কুমার লস্কর, ডিডিসি এল্ডাড ফাইরিম সহ সব সার্কেল অফিসার এবং সব ভিডিও অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *