BRAKING NEWS

সাইকেল চড়ে কেদারনাথ যাত্রায় রামকৃষ্ণনগরের যুবক

করিমগঞ্জ (অসম) ১৮ আগস্ট (হি.স.) : সমাজকে প্রদূষণ মুক্ত রাখা, পশুপ্রেম ও মানব কল্যাণের বার্তা এবং নিজের শহরকে চেনাতে সাইকেল নিয়ে কেদারনাথ যাত্রার সূচনা করেছেন রামকৃষ্ণনগর কদমতলার মহাদেব ভক্ত যুবক কনক নাথ । পরিবেশ রক্ষার বার্তা দিয়ে পথে যে সকল মানুষের সঙ্গে দেখা হবে বা যে জায়গাগুলো দিয়ে তিনি যাবেন সেখানকার মানুষদের নিজের শহরের কথা তুলে ধরে পরিচিত করাবেন কেদারনাথ ভ্রমণকারী । সাইকেলে বেঁধে নিয়েছেন টেন্ট, প্রয়োজনে রাস্তার ধারেই কাটাবেন রাত । রবিবার সীমান্ত শহর করিমগঞ্জে পৌঁছলে তাকে সংবর্ধনা জানায় বেশ কয়েকটি সামাজিক সংস্থা । উৎসাহ দিতে এগিয়ে আসেন অনেকে । পূর্বে অন্ধপ্রদেশের বেসরকারী সংস্থায় চাকুরী করলে বর্তমানে বেকার কর্মহীন জীবন কাটছে কনকের । ছোট বেলা থেকেই মহাদেবের ভক্ত । দীর্ঘদিন ধরে ইচ্ছা ছিল কেদারনাথ পৌঁছে সেখানে গিয়ে মহাদেবের মাথায় জল ঢেলে আসবে । রবিবার তিনি জানান সাইকেল নিয়েই যাত্রা করার কারণ বিনা খরচায় যাওয়া আসার পথে মানুষকে পরিবেশ, পশু প্রেম নিয়ে সচেতনতা বার্তা দিবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *