BRAKING NEWS

সোমবার থেকে হাইলাকান্দির জিপি অফিস গুলিতে আধার সিডিং

হাইলাকান্দি (অসম) ১৮ আগস্ট (হি.স.) : হাইলাকান্দি জেলা পরিষদের উদ্যোগে সোমবার থেকে জেলার  গাঁও পঞ্চায়েত কার্যালয় গুলিতে আধার পেমেন্ট সিস্টেমের জন্য আধার সিডিং শিবির আয়োজন করা হয়েছে। জেলা পরিষদের সিইও রণজিৎ কুমার লস্কর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে এই শিবির গুলিতে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, জাতীয় সামাজিক সহায়তা প্রোগ্রাম (এনএসএপি), এমএনরেগা ইত্যাদি কর্মসূচি গুলির পেমেন্ট এর জন্য জরুরী আধার সিডিং করা হবে ‌।জেলার সুবিধা প্রাপকদেরকে এই শিবির গুলির সুযোগ নিতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। শিবিরে আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক নিয়ে যেতে বলা হয়েছে। ১৯ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে সংশ্লিষ্ট জিপি গুলির কার্যালয় এই আধার সিডিং শিবির অনুষ্ঠিত হবে। ১৯ আগস্ট যেসব জিপিতে  শিবির  অনুষ্ঠিত হবে সেগুলি হল চাঁন্দপুর, মাটিজুরি-পাইকান, মাহমুদপুর-জয়কৃষ্ণপুর, হরিশনগর, বলদাবলদি-নন্দগ্রাম।  ২০ আগস্ট আলগাপুর, বকরিহাওর, বাহাদুরপুর , বাশডর-বড়হাইলাকান্দি, আয়নাখাল,, বড়বন্দ, আপিন-রংপুর,ধলাই-মলই,বরুণছড়া-কোকিছড়া, দারিয়াঘাট-কারিছড়া জিপি । ২১ আগস্ট বাঁশবাড়ি, চিপরসাঙ্গণ, ভাটিরকুপা, বুয়ালিপার, বাওয়ারঘাট, চন্দ্রপুর, দিননাথপুর, কাটলিছড়া, ধলাই বাগান, এবং ঘাড়মুরা-বাগছড়া জিপি। ২২ আগস্ট  কালিনগর,মোহনপুর,চান্দপুর-উজানকোপা, গাঙ্গপার-ধূমকর-লক্ষীরবন্ধ, ধলছড়া-বিলাইপুর জোসনাবাদ-ওমেদনগর , রাঙ্গাবাক,শাহবাদ, জামিরা, কিল্লারবা-ঝালনাছড়া। ২৭ আগস্ট  মোহনপুর-বার্নিব্রিজ, উত্তর নারাইনপুর, কাঞ্চনপুর, নারাইনপুর-তুপখানা, কৈয়-রামচন্ডী, লালা মুখ, সোনাছড়া, মণিপুর-নিসকর, পালইছড়া-সুলতানি ছড়া জিপি। অনুরূপভাবে  ২৮ আগস্ট পাঁচগ্রাম, সৈদবন্ধ, নিতাইনগর,রাঙ্গাউটি, মনাছড়া, লালছড়া- বার্নারপুর  নিজবার্নারপুর-সর্বানন্দপুর, পূর্বকীর্তারবন্দ-রাজ্যেশ্বরপুর, টানটু-ধনিপুর।এরপর ২৯ আগস্ট উত্তর কাঞ্চনপুর, পশ্চিম মোহনপুর, রতনপুর, শিরিশপুর, সুদর্শনপুর-বান্দরকোনা, নিমাইচান্দপুর, নিশ্চিন্তপুর, রাজ্যেশ্বরপুর এবং সুদর্শনপুর-কালাছড়া জিপিতে আধার সিডিং শিবির বসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *