ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বাধারঘাটস্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুলের ক্রমোন্নতি ঘটতে চলেছে। ঠিক এই মুহূর্তে তা যদিও ক্রীড়ার আঙ্গিনাই নয়। আপগ্রেডেশন করা হচ্ছে শিক্ষার মাধ্যমকে। ছিল বাংলা। রূপান্তরিত করা হচ্ছে ইংরেজিতে। যত দ্রুত সম্ভব ত্রিপুরা স্পোর্টস স্কুলের পঠন পাঠনের তথা শিক্ষার মাধ্যম করা হচ্ছে ইংরেজিতে। যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের অধিকর্তা এস বি নাথ কর্তৃক স্বাক্ষরিত চিঠি চলে এসেছে। যার ফাইল নম্বর এফ.- ৬(২-১৫) – ডিওয়াইএএস/ ইএসটিটি/ ২০২৪। খুব ভালো উদ্যোগ। খেলোয়াররা সাফল্য অর্জন করলে তাদের অবশ্যই কথোপকথনের পাশাপাশি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার লক্ষ্যেও স্কুল শিক্ষার স্তর থেকে ইংরেজি মাধ্যম তুলনামূলক ভালো বলে বিবেচিত করা হয়। বাংলা মাধ্যম থেকে পড়াশোনা করে এযাবৎকাল পর্যন্ত অনেক ছাত্র-ছাত্রীরা জীবনে অনেক সাফল্য পেয়েছেন। তারও কিন্তু অসংখ্য নজির রয়েছে। তবে এখানে প্রসঙ্গ এটা নয়। মুখ্যত, ত্রিপুরা স্পোর্টস স্কুলে বর্তমানে শিক্ষার পরিকাঠামো বিশেষ করে শিক্ষক-শিক্ষিকা হিসেবে কর্মরত যাঁরা রয়েছেন তাঁদের মধ্যে থেকে ইংরেজিতে পঠন পাঠন করাতে পারে এই সংখ্যাটা নেহাতই কম। এমন শিক্ষক-শিক্ষিকাদের যথেষ্ট পরিমাণে নিয়োগ আবশ্যক। বর্তমান সময়ে বাংলা মাধ্যমে পড়াশোনা করাতে গিয়েই স্পোর্টস স্কুলের ছাত্র-ছাত্রীদের নাভিশ্বাস। কেননা, বর্তমান পরিস্থিতিতে বেশ ক-জন প্রাইভেট টিউটরকে স্কুলের হোস্টেলে এসে প্রাইভেট কোচিংয়ের আদলে পড়াতে হচ্ছে। ব্যয় ভার বহন করতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের ঘর থেকে এনে। আগামী দিনে স্কুলটি ইংরেজি মাধ্যমে পরিবর্তিত হলে এই সমস্যা নিশ্চিতভাবেই আরও বৃহৎ আকার ধারণ করবে বলে অনুমেয়।