করিমগঞ্জ (অসম) ১৬ আগষ্ট (হি.স.) : মনসা পূজা উপলক্ষে করিমগঞ্জের জেলা আয়ুক্ত এক আদেশে ১৭ আগষ্ট, শনিবার সমগ্র করিমগঞ্জ জেলায় এন আই অ্যাক্টে স্থানীয় ছুটি ঘোষণা করেছেন। এর ফলে রাজস্ব ও ম্যাজিস্টেরিয়াল কোর্ট সহ কেন্দ্র ও রাজ্য সরকারের সব কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে অত্যাবশ্যকীয় ও জরুরী পরিসেবা এর আওতায় থাকছে না। পাশাপাশি বিভিন্ন বোর্ড, কাউন্সিল, বিশ্ববিদ্যালয়ের চলতি পরীক্ষা অথবা কোন বাছাই পরীক্ষা, লিখিত পরীক্ষা, সাক্ষাৎকার এই আদেশের ফলে প্রভাবিত হবে না এবং পূর্ব নির্ধারিত সূচি অনুসারে যথারীতি চলবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
2024-08-16

