বর্ধমান, ১৫ আগস্ট (হি. স.) : আদিবাসী তরুণী খুনে দোষীকে গ্রেফতারের দাবিতে বর্ধমানে থানা ঘেরাও করে আদিবাসী সংগঠন। বৃহস্পতিবার বর্ধমান থানার সামনে এই জমায়েতে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। বুধবার মেয়েদের ‘রাত দখল’-এর রাতে পূর্ব বর্ধমানের নান্দুরে প্রিয়ঙ্কা হাঁসদা নামে এক তরুণীর গলাকাটা দেহ উদ্ধার হয়। বাড়ির কাছে এই দেহ উদ্ধারের পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এদিন দুপুরে আদিবাসী সংগঠনগুলির তরফে বিক্ষোভের ডাক দেওয়া হয়। জমায়েতে অংশ নেওয়া আদিবাসী মহিলাদের হাতে ছিল তির-ধনুক-সহ নানান অস্ত্রশস্ত্র। সংগঠনের নেতা মহাদেব টুডু বলেন, ‘তরুণীকে যেভাবে খুন করা হয়েছে তাতে আমরা ব্যথিত। দোষীকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শান্তি দিতে হবে।’ তাঁর দাবি, তাঁরা রাস্তা অবরোধ করেননি। জমায়েতের জন্য কারওর অসুবিধা হলে তাঁরা ক্ষমাপ্রার্থী।