BRAKING NEWS

লাফাশাইল মাদ্রাসা পড়ুয়াদের তিরঙ্গা যাত্রায় উৎফুল্লিত হয়ে উঠলো ইন্দো-বাংলা সীমান্ত এলাকা‌।

করিমগঞ্জ (অসম), ১৫ আগস্ট (হি.স.) : দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তর করিমগঞ্জের ইন্দো বাংলা সীমান্ত এলাকার লাফাশাইল মোহাম্মাদীয়া তৈয়ীবিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের আকর্ষণীয় তিরঙ্গা যাত্রায় উৎফুল্লিত হয়ে উঠে ভারত বাংলার সীমান্ত পথ। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে লক্ষ্মীবাজার গাঁও পঞ্চায়েতের লাফাশাইল মোহাম্মাদীয়া তৈয়ীবিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসায় প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন করেন মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রহমান । পরবর্তীতে প্রায় দুই শতাধিক কচিকাঁচা পড়ুয়াদের নিয়ে বের করেন বিশাল তিরঙ্গা যাত্রা। এদিন প্রথমেই মাদ্রাসা প্রাঙ্গন থেকে তিরঙ্গা যাত্রা নিয়ে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা লক্ষ্মিবাজারের দিকে অগ্রসর হয়ে হাইস্কুল প্রাঙ্গনে পৌঁছান। সেখান বর্ডার রোড দিয়ে প্রায় দেড় কিলোমিটার রাস্তা পরিক্রমা করেন। এসময় লক্ষ্মিবাজার ক্যাম্পে থাকা সীমান্ত সুরক্ষা বাহিনীর সদস্যরা অংশ নেন মাদ্রাসা পড়ুয়াদের তিরঙ্গা যাত্রায়। হাতে হাতে তিরঙ্গা নিয়ে কচিকাঁচা পড়ুয়ারা ভারত বাংলার বেড়াজালের পাশ দিয়ে “ইনকিলাব জিন্দাবাদ” ধ্বনিতে মুখরিত করে তোলেন ভারত বাংলা সীমান্ত পথ। সঙ্গে গাইতে থাকেন আল্লামা ইকবালের রচিত দেশাত্ববোধ গান “সারে জহাঁ সে অচ্ছা হিন্দোসিতাঁ হামারা, হম বুলবুলেঁ হ্যাঁয় ইসকী ইয়ে গুলসিতাঁ হামারা” এতে একসময় আনন্দ ও উৎফুল্লিত হয়ে উঠলো ভারত বাংলা সীমান্ত এলাকা। এদিকে তিরঙ্গা যাত্রা শেষে মাদ্রাসার প্রেক্ষাগৃহে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে আলোচনা সভায় পরিচালনা সমিতির যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল ওয়ারিস । তিরঙ্গা যাত্রায় অংশ নেন মাওলানা মুফতি মাসউদ আহমদ, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মুফতি আহরারুজ্জামান, মাওলানা সালেহ আহমদ, মাওলানা মুসলিম  উদ্দিন, মাওলানা আলী আহমদ, মাওলানা দিলওয়ার হোসাইন, হাফিজ মাওলানা জসিম উদ্দিন প্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *