BRAKING NEWS

শুক্রবার লক্ষীবাজারে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের জন্য রোগী সনাক্তকরণ শিবির

করিমগঞ্জ (অসম) ১৫ আগস্ট (হি.স.) : স্বৰ্গীয় প্রভাবতী রায়ের স্মৃতি রক্ষার্থে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের জন্য রোগী সনাক্তকরণ শিবির আয়োজন করা হয়েছে লক্ষীবাজারে । লায়ন্স সার্ভিস ট্রাষ্ট অব করিমগঞ্জের আয়োজনেজেলা অন্ধত্ব নিবারণ সমিতি সহযোগীতায় এবং লায়ন্স ক্লাব অব করিমগঞ্জ, লিও ক্লাব অব করিমগঞ্জ ইয়ুথ পরিচালনায় শুক্রবার লক্ষীবাজার হাই স্কুলে আয়োজন করা হয়েছে শিবিরের । আয়োজিত শিবিরে চক্ষু পরীক্ষা সহ ক্যাটারেক্ট রোগীদের অপারেশনের জন্য চিহ্নিত করে শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু অপারেশন করার যোজনা গ্রহণ করা হয়েছে ।আগামী শুক্রবার  সকাল ১০.৩০ টা থেকে বিকাল অবধি অনুষ্ঠিত হওয়া শিবিরে  সকাল ১০-৩০টা থেকে দুপুর ১২.৩০ টার মধ্যে উপস্থিত থেকে নাম নথিভুক্ত করতে হবে । চক্ষুপরীক্ষা শিবিরে আসা রোগীদের সঙ্গে যেকোন ধরণের পরিচয় পত্র নিয়ে আসতে হবে । চক্ষু পরীক্ষার জন্য রোগীকে কোন ধরনের খরচ বহন করতে হবে না। রোগীদের সুবিধার্থে শিলচর – লায়ন্স চক্ষু হাসপাতালে যাওয়া  এবং আসার জন্য লায়ন্স সার্ভিস ট্রাক্টের বাসের ব্যবস্থা থাকবে । যে সকল রোগীর ছানি (ক্যাটারেক্ট) অপারেশনের প্রয়োজন হবে তাদেরকে শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে ভর্তী হওয়ার জন্য ঐ দিনই শিলচর নিয়ে যাওয়া হবে । শিবিরে চিহ্নিত রোগীদের অপারেশনের প্রয়োজনীয় ঔষধপত্র থাকা খাওয়া বা অপারেশন পরবর্তী পর্যায়ের চশমার জন্য কোন ধরনের খরচা দিতে হবে না । শিবিরের আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়েছেন জেলাশাসক, স্বাস্থ্য বিভাগীয় যুগ্ম সঞ্চালক সহ করিমগঞ্জ জিলা অন্ধত্ব নিবারণ সমিতি । শিবিরে উপস্থিত থেকে সুবিধা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন সভাপতি সঞ্চায়িতা দেব, সম্পাদক নরেন্দ্র বণিক এবং প্রকল্প আধিকারিক কৌশিক রঞ্জন দে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *