BRAKING NEWS

যথাযথ মর্যাদায় করিমগঞ্জে উদযাপিত ৭৮-তম স্বাধীনতা দিবস

করিমগঞ্জ (অসম), ১৫ আগস্ট (হি.স.) : যথাযথ মর্যাদায় ৭৮-তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে করিমগঞ্জে। স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে হয়েছে। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেছে করিমগঞ্জের জেলাশাসক মৃদুলকুমার যাদব। এর আগে তিনি করিমগঞ্জ শহরের মেইন রোডে সংস্থাপিত জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে এবং ডাকবাংলো রোডে শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পতাকা উত্তোলন করার আগে তিনি সমগ্র মাঠ পরিক্রমা করে বিভিন্ন আসাম পুলিশ ব্যাটালিয়ন, আধা সামরিক বাহিনী, এনসিসি, স্কাউটস অ্যান্ড গাইডসদের অভিবাদন গ্রহণ করেন।৭৮-তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে জেলাশাসক মৃদুলকুমার যাদব ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগদানকারী বীর শহিদদের শ্রদ্ধা নিবেদন করেন।  তিনি তাঁর ভাষণে করিমগঞ্জ জেলায় রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অনুদানে বিভিন্ন বিভাগের উন্নয়নমূলক কাজকর্মের বিবরণ তুলে ধরেছেন। আজকের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত নাগরিকসমাজ এবং গণ্যমান্য ব্যক্তিদের ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তা জেলাশাসক মৃদুল যাদব। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্যারেড ও মার্চপাস্ট প্রদর্শন করা হয়েছে। এতে করিমগঞ্জ ডিইএফ পুরুষ ও মহিলা দল, ব্যাটালিয়ন, আসাম পুলিশেক হোমগার্ড, করিমগঞ্জ কলেজের এনসিসি ক্যাডার এবং রবীন্দ্র সদন মহিলা কলেজ, কেন্দ্রীয় বিদ্যালয় করিমগঞ্জ সহ বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রী এবং বিএসএফ-এর ব্যান্ড অংশগ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *