কংগ্রেসে যোগ দিলেন রাম জতন সিনহা, বিঁধলেন নীতীশ কুমারকে

নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.): কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন জেডি (ইউ) নেতা রাম জতন সিনহা। বুধবার দিল্লিতে আনুষ্ঠানিকভাবে হাত শিবিরে যোগ দিয়েছেন জেডি (ইউ)-র প্রাক্তন এই নেতা। রাম জতন সিনহাকে কংগ্রেসে স্বাগত জানিয়েছেন কংগ্রেস নেতা পবন খেরা। কংগ্রেস যোগ দেওয়ার পর প্রাক্তন জেডি (ইউ) নেতা রাম জতন সিনহা বলেছেন, “আমি দলের জন্য কাজ করব, দলকে শক্তিশালী করার জন্য কাজ করব। বিহারের মুখ্যমন্ত্রীর এখনই পদত্যাগ করা উচিত, তিনি উপহাসের পাত্র হয়ে উঠেছেন।”বুধবার কংগ্রেসে ফিরে এসেছেন বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী রাম জতন সিনহা। নতুন দিল্লিতে কংগ্রেস সদর দফতরে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নাসির হুসেন, মিডিয়া বিভাগের চেয়ারম্যান পবন খেরা এবং বিহার কংগ্রেস সভাপতি অখিলেশ প্রসাদ সিংয়ের উপস্থিতিতে রাম জতন সিনহা কংগ্রেসে যোগ দেন। বিহার সরকারের মন্ত্রী এবং চারবার বিধায়ক ছিলেন রাম জতন সিনহা।