আবার পয়েন্ট হারিয়ে লিগের সুপার সিক্স থেকে আরও দূরে মোহনবাগান

কলকাতা, ১৪ আগস্ট (হি.স.): বুধবার কাস্টমসের বিরুদ্ধে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন সুমিত রাঠিরা। এই ড্র–এ পয়েন্ট টেবিলে সাত নম্বরে নেমে গেল মোহনবাগান। এর ফলে কলকাতা লিগের সুপার সিক্সে ওঠার রাস্তাও আরও কঠিন করে ফেলল সবুজ-মেরুন ব্রিগেড।ইতিমধ্যেই ৯টি ম্যাচ খেলে ফেলেছে তারা। মাত্র তিনবার জয়ের মুখ দেখেছে মোহনবাগান । ড্র করেছে চারটি ম্যাচে। হারতে হয়েছে ডার্বিও। এদিকে এদিন ম্যাচে এক পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এল কাস্টমস।