নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ আগস্ট:”আজাদী কে নাম রক্তদান” এই শ্লোগানকে সামনে রেখে ৭৮ তম স্বাধীনতা দিবসের প্রাক লগ্নে, জেলা ভিত্তিক এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বুধবার সকাল এগারোটায় বিলোনীয়া এমপ্লয়েস রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে দক্ষিণ জেলা জেলাশাসকের কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজিত হয়। প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের শুভ উদ্ভোদন করেন দক্ষিণ জেলার জেলা শাসক স্মিতা মল এমএস।সাথে ছিলেন অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক রিংকু সিং লাথার সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক গন, প্রদীপ প্রজ্জলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করে উপস্থিত অতিথিগন সহ আয়োজিত শিবিরে উপস্থিত বিএসএফ জওয়ান, জেলা ও মহকুমা স্তরের অফিসার এবং কর্মীরা।জেলা শাসক বলেন, ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ৭৮ জন যাতে রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করে তার উদ্যোগ নেওয়া হয়েছে।