BRAKING NEWS

অক্ষমতা নয় সামর্থ্য দেখুন – এই মন্ত্রকে পাথেয় করে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট : অক্ষমতা নয় সামর্থ্য দেখুন – এই মন্ত্রকে পাথেয় করে সমাজে ঐশ্বরিক ক্ষমতার অধিকারিদের (দিব্যাঙ্গজন) নিয়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটি সামাজিক সংস্থা এবং রেভা’র সহযোগিতায়  ১৩ আগস্ট সকাল ১১টায় ওই প্রতিযোগিতাটি সম্পন্ন হয়েছে। এই প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ক্ষমতার উপর নির্ভর করে মোট ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের হাতে আগামী ১৫ আগস্ট মানপত্র তুলে দেওয়া হবে।

আর.এম.এস চৌমুহনীস্থিত পেট্রোল পাম্প সংলগ্ন বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয়ে এই মহতী আয়োজনে অংশীদার হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। আমাদের বিশ্বাস, ৭৮তম স্বাধীনতার দিবসের প্রাক লগ্নে এই উদ্যোগ সমাজের বিশেষ অংশের ছেলেমেয়েদের কাছে এক স্বর্গীয় অনুভূতির ছোঁয়া দিতে সক্ষম হয়েছে। সেই সাথে নতুন আঙ্গিকে আগামীর বার্তা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *