BRAKING NEWS

হাইলাকান্দিতে ‘হর ঘর তিরঙ্গা’-র শোভাযাত্রা

হাইলাকান্দি (অসম), ১৩ আগস্ট (হি.স.) : হাইলাকান্দি জেলা জুড়ে মঙ্গলবার ‘হর ঘর তিরঙ্গা’-র শোভাযাত্রা উৎসবের মেজাজে বের করা হয়। দেশভক্তির চেতনাকে মজবুত করতে জেলার ছাত্রছাত্রী, নাগরিক সমাজ, এসএইচজি কর্মকর্তারা শোভাযাত্রাগুলিতে জাতীয় পতাকা নিয়ে শামিল হয়েছিলেন। জেলার মূল শোভাযাত্রাটি সকাল সাড়ে ১১টায় জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে তিরঙ্গা শোভাযাত্রা। জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোম এবং মঙ্গলবার দেশভক্তির শপথগ্রহণ করেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা হাতে নিয়ে ছাত্রছাত্রীরা শোভাযাত্রায় শামিল হয়েছে।জেলার বিভিন্ন কার্যালয়ে থেকেও আধিকারিক ও  কর্মচারীরা পৃথক পৃথক শোভাযাত্রায় জাতীয় পতাকা হাতে নিয়ে শামিল হয়েছিলেন। মাটিজুরি ফরেস্ট রেঞ্জ এলাকার অধীন লোহারবন্দে সেকেন্ড ব্যাটালিয়ন কমান্ডার জওয়ানরা মঙ্গলবার জাতীয় পতাকা হাতে নিয়ে অনুরূপ এক শোভাযাত্রা বের করেন। এদিকে আজ মঙ্গলবার বিকালে গ্রামীণ জীবিকা মিশনের আলগাপুর শাখার এসএইজজি-র কর্মকর্তা স্কুটি নিয়ে জাতীয় পতাকা সহযোগ জাতীয় সড়কের আলগাপুর এলাকায় এক শোভাযাত্রায় মিলিত হন। বিকালে পুলিশ প্রশাসনের একটি জাতীয় পতাকাবাহী শোভাযাত্রাও শহর পরিক্রমা করেছে। জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও দেশের শহিদদের স্মরণ করে ক্যানভাসে শিক্ষক-অশিক্ষার্থীরা স্বাক্ষর প্রদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *