BRAKING NEWS

বাংলাদেশের নিহত সাংবাদিকদের স্মরণে কালো ব্যাজ পরিধানের আহবান রাজ্যের সকল সাংবাদিকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে বিভিন্ন হিংসাত্মক ঘটনায় পাঁচ জন সাংবাদিক নিহত এবং বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এছাড়া অর্ধশতাধিক সাংবাদিককে নিষিদ্ধ ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এইসব ঘটনা মুক্ত সাংবাদিকতার পরিপন্থী। ত্রিপুরার বিভিন্ন সাংবাদিক সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানায়।

অবিলম্বে সাংবাদিকদের স্বাধীনতা স্বাভাবিকভাবে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করছে সংগঠনগুলো। সে দেশে ভয়মুক্ত পরিবেশে যাতে আগের মতো সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেন এবং কোনো ধরনের বাধার সম্মুখীন না হয়, সেই ব্যাপারে যথার্থ উদ্যোগ নেওয়ার জন্য সে দেশের অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। বাংলাদেশে নিহত সাংবাদিকদের স্মরণে বুধবার কালো ব্যাজ ধারণ করার জন্য রাজ্যের সব সাংবাদিকদের প্রতি আহবান জানানো হয়েছে বিভিন্ন জার্নালিস্ট সংগঠনের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *