নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: ৯৭ শতাংশ আসন নিয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছে বিজেপি দল। বাকি ৩ শতাংশ আসনে জয়লাভ করার জন্য কাজ করতে হবে। আরো অনেক কাজ বাকি। মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। পাশাপাশি বিজেপি দলের উপরে ভরসা রাখার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যের সবকটি নির্বাচনেই রাজ্যের মানুষ বিজেপিদলকে আশীর্বাদ করছেন। তাদের উপর ভরসা রাখছেন। তাই লোকসভা, বিধানসভা এমনকি পঞ্চায়েত নির্বাচনেও বিজেপির জয় অব্যাহত রয়েছে। জনগন বিজেপির উন্নয়নমূলক কাজগুলো লক্ষ্য করছেন। আগামী নির্বাচনগুলোতেও এই জয়ের ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি দলীয় কর্মী সমর্থকদের উপর। পাশাপাশি তিনি প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যকেও শুভেচ্ছা জানিয়েছেন। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব।মঙ্গলবার সন্ধ্যায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন উপস্থিত থেকে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সকল দলীয় কর্মী, মনোনীত প্রার্থী ও নেতৃত্বদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, সোমবার ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা গেছে গ্রাম পঞ্চায়েতের ৬,৩৭০ টি আসনের মধ্যে ৫,৬৯৭টি আসনে জয় লাভ করেছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। অর্থাৎ ছয়শো ছয়টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৫৮৪ টি গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছে। মূলত ৯৬ শতাংশ আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা।অপরদিকে ৩৫ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৩৪ টি পঞ্চায়েত সমিতির দখল করেছে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা। অর্থাৎ পঞ্চায়েত সমিতির ৪২৩ টি আসনের মধ্যে ৪০৬ টি আসনে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। সার্বিকভাবে লক্ষ্য করা গেছে পঞ্চায়েত সমিতির ৯৭ শতাংশ আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। অপরদিকে আটটি জেলা পরিষদের মধ্যে সবকটি জেলা পরিষদে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। সার্বিকভাবে ১০০ শতাংশ জয় পেয়েছে জেলা পরিষদের আসনে। অর্থাৎ ১১৬ টি আসনের মধ্যে ১১৩ টি আসনেই জয় পেয়েছে বিজেপি। এর জন্য সকলকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য।