স্বাধীনতা দিবসের আগে উপত্যকায় টহলদারি সেনার

শ্রীনগর, ১২ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবসের প্রাক্কালে জম্মু ও কাশ্মীরে তল্লাশি অভিযান শুরু করল ভারতীয় সেনা। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উপত্যকা যাতে কোনওভাবে অশান্ত হয়ে না ওঠে তারজন্য সুন্দরবাণী সেক্টরে জোরদার তল্লাশি শুরু করে জওয়ানরা।

সোমবার জানা গেছে, সুন্দরবাণী সেক্টরে পাহাড়, জঙ্গল ঘেরা এলাকায় যাতে কোনওভাবে সন্ত্রাসবাদীরা গোপন আস্তানায় লুকিয়ে থাকতে না পারে, তারজন্য তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী।