নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: ভোট গণনাকে কেন্দ্র করে কাঠালিয়া ব্লকে বিজেপি ও সিপিআইএম-এর মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদেরকে মেলাঘর হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনাটি কেন্দ্র করে ওই এলাকা এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার বিবরনে জানা যায়, সোমবার সকাল থেকেই বিভিন্ন ব্লকে, ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়। কাঠালিয়া ব্লকে, ভোট গণনা শুরু হওয়ার পরে থেকেই রাজনৈতিক দলগুলির মধ্যে ভাগ বিতন্ডা শুরু হয়। একটা সময় বিজেপি এবং সিপিআইএম দলের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সরগরম হয়ে ওঠে গোটা ব্লক চত্বর। বাঁধে সংঘর্ষ। সেখানে অভিযোগ পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে খন্ড যুদ্ধের সৃষ্টি হয় বিজেপি দলের অভিযোগ সিপিআইএমের কর্মীরা তাদের উপর আক্রমণ করেছে। অপরদিকে সিপিআইএম দলের কর্মীদেরও একই অভিযোগ।
একসময় এই বাকবিতন্ডা হাতাহাতির রূপ নেয়। এতে আহত হন উভয়দলের কর্মী সমর্থকেরা। তাদের উদ্ধার করে প্রথমে সোনামুড়া মহাকুমা হাসপাতালে এবং পরবর্তীকালে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্লক চত্বরে নিরাপত্তা আরো জোরদার করা হয়।