নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১১ আগস্ট: মন্ত্রী টিংকু রায়ের উপস্থিতিতে রবিবার দুপুরে কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণে এই প্রস্তুতিমূলক সভা মঞ্চে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ পিনাকী পাল, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, বিশিষ্ট সমাজসেবী শ্যামল দাস, শিক্ষাবিদ অমৃত কুমার ভট্টাচার্য, দীপক পাল সহ বিশিষ্ট ব্যক্তিরা।উল্লেখ্য, কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল ১৯৫০ সালের পয়লা সেপ্টেম্বর, মাত্র চার জন ছাত্র এবং শিক্ষক নিয়ে। যারা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার জন্য মুষ্টি ভিক্ষা করে এই মহাবিদ্যালয়ের যাত্রা শুরু করেছিলেন। আজ, এই স্বনামধন্য কলেজটি তার গৌরবময় যাত্রার ৭৫ বছর পূর্ণ করতে চলেছে।৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়, যা বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে। দিবসটি উপলক্ষে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এই মাইলফলকটি বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হবে, যা কলেজের সমৃদ্ধ ঐতিহ্য এবং অর্জনগুলিকে তুলে ধরা হবে।সভায় কলেজের ফ্যাকাল্টি সদস্য, শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন, যারা ৭৫তম বার্ষিকী উদযাপনের জন্য তাদের উৎসাহ এবং সমর্থন প্রকাশ করেছেন। রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের একাডেমিক শ্রেষ্ঠত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এটি অনেক উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র তৈরি করেছে যারা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বা বর্তমানেও রাখছেন।কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম কলেজ। আলোচনা পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন, রামকৃষ্ণ মহাবিদ্যালয় ত্রিপুরা তথা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এক খ্যাতনামা মহাবিদ্যালয়। গাছতলা থেকে ক্লাস শুরু করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে।দশকের পর দশক ধরে এই কলেজে পড়াশোনা করে দেশব্যাপী এবং বিদেশে খ্যাতি অর্জন করে আজ প্রতিষ্ঠিত হয়েছেন এই কলেজের হাজারো ছাত্র-ছাত্রী। এই কলেজ যাতে উন্নতির শিখরে পৌঁছাতে পারে তার জন্য তাদেরকেও এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করেন মন্ত্রী টিঙ্কু রায়। পরিশেষে মন্ত্রী টিংকু রায় কলেজের ৭৫তম বার্ষিক অনুষ্ঠান যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য সকলকে হাতে হাত রেখে এগিয়ে আসার আহ্বান জানান।
2024-08-11