নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১১ আগস্ট: বিলোনীয়ায় সংবর্ধিত হলেন এভারেস্ট বিজয়ী ত্রিপুরার প্রথম সাইকেল আরোহী বাপী দেবনাথ। বাপী দেবনাথ আগরতলার চন্দ্রপুরের এক উদ্যমী যুবক। বিশ্বের মধ্যে প্রথম বাঙ্গালী সে,যে একটি সাধারণ সাইকেল নিয়ে মাউন্ট এভারেস্টের ব্যাস ক্যাম্প অতিক্রম করে। এবং গোটা বিশ্বের মধ্যে তার এই রেকর্ড অষ্টম স্থানে রয়েছে।এর আগেও বাপী দেবনাথ সাইকেল নিয়ে কলকাতা -কন্যাকুমারী-লাদাখ হয়ে ত্রিপুরা অভিযানে বের হয়েছিল। ১১ ই আগষ্ট সাউথ ত্রিপুরা ইউথ ফোরামের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা সভায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। বিলোনীয়া ডাক বাংলোতে এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার অশোক কুমার সিনহা , এছাড়াও বিশেষ অতিথি মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস ছাড়াও বক্তব্য রাখেন সাউথ ত্রিপুরা ইউথ ফোরামের সদস্য পাভেল দাস,অমিত সরকার সহ বিশিষ্ট জনেরা।
এদিনের অনুষ্ঠানের মধ্যমণি বাপী দেবনাথ তার গুরুত্বপূর্ণ আলোচনায় তার সাইকেল নিয়ে মাউন্ট এভারেস্টের ব্যাস ক্যাম্প জয়ের অভিজ্ঞতা এবং আগামীর পরিকল্পনা তুলে ধরেন।বাপী দেবনাথের এই অতুলনীয় কৃতিত্বের জন্য সবাই মুগ্ধতার রেশ রেখে আগামীর শুভকামনা জানান।