BRAKING NEWS

আরপিএফ-এর অভিযানে গ্ৰেফতার ১১ জন দালাল, উদ্ধার ২.৮৫ লক্ষ টাকার বেশি মূল্যের রেলওয়ে টিকিট

গুয়াহাটি, ১১ আগস্ট (হি.স.) : দালালদের উপদ্রব নিয়ন্ত্রণ করার লক্ষ্যে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) অভিযানে ১৭ থেকে ৩১ জুলাই পর্যন্ত  ১১ জন দালাল গ্ৰেফতার এবং তাদের হেফাজত থেকে ২.৮৫ লক্ষ টাকার বেশি মূল্যের ৬৪টি রেলওয়ে টিকিট উদ্ধার হয়েছে।উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে আজ রবিবার এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন। তিনি জানান, ১৭ জুলাই আলিপুরদুয়ার জংশনের আরপিএফ এবং সিআইবি টিম যৌথভাবে ধুপগুড়ির পিআরএস কাউন্টারে তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ৮৯,৫৮৭ টাকার ১৪টি টিকিট উদ্ধার করেছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দালালকে আটক করে। পরবর্তী পদক্ষেপের জন্য জলপাইগুড়ি রোডে রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।এ বছরের ৩১ জুলাইয়ের মধ্যে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সুরক্ষা বাহিনী নিজেদের জোনের বিভিন্ন স্টেশন ও ট্রেনে বিভিন্ন তল্লাশি অভিযান চালিয়ে মোট ১৪৮ জন দালালকে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে ২৯.৩৮ লক্ষ টাকার মোট ১,১০০টি টিকিট উদ্ধার করেছে।  রেলওয়ে টিকিটের অকর্তৃত্বশীল ও অবৈধ ক্রয়-বিক্রয়ের প্রতি কঠোর নজরদারি রাখার পাশাপাশি, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন আরপিএফ রেল যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি রেল ব্যবহারকারীদের পরিষেবা ও সাহায্য প্রদানের জন্য সবসময় প্রস্তুত। ট্রেনে যাত্রার সময় যাতে কোনও ধরনের সমস্যার সম্মুখীন না-হতে হয় তার জন্য যাত্রীদের উপযুক্ত টিকিটের সাথে ভ্রমণ করতে অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ।ট্রেনে যাত্রা করার সময় কোনও ধরনের সমস্যার সম্মুখীন হলে রেল যাত্রীরা ১৩৯ (টোল-ফ্রি) নম্বরে কল করার আহ্বান জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *