BRAKING NEWS

জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আয়োজিত কর্পোরেট ক্রিকেট জমজমাট, আজ ফাইনাল

 ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট।। চার দল জয়ী হয়েছে। আগামীকাল সেমিফাইনালে খেলবে। এরপর ফাইনাল। শুরু হয়েছে কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট। মুখ্য বিষয় এটা নয়।‌ সাংবাদিকদের বিনোদনের লক্ষ্যে যে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব গঠিত হয়েছিল, প্রত্যেক সদস্যরা আজ এতটাই স্ব-প্রতিভ এবং ঐক্যবদ্ধ। প্রথম সারির কর্পোরেট সেক্টর গুলোকে নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন নিঃসন্দেহে জেআরসি প্রশংসার দাবি রাখে। আজ, শনিবার স্থানীয় ভোলাগিরি মাঠে সেটাই বাস্তবায়িত হয়েছে। বর্ষণ সিক্ত পরিবেশে রোদ- বৃষ্টির সঙ্গে লুকোচুরি খেলে মাঠ তৈরি করা থেকে আম্পায়ার-স্কোরারের ভূমিকা পালন করা, কোনও কিছুতেই পিছপা হয়নি জেআরসি-র সদস্যরা। টুর্নামেন্ট শুরু যথাসময়ে। প্রথম ম্যাচে অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন ২৬ রানের ব্যবধানে টিএনজিসিএল-কে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে। বিজয়ী দলের রুপেশ পেয়েছে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার। দ্বিতীয় খেলায় ইউনিটি লিভার হসপিটাল ক্রিকেট টিম ১৯ রানের ব্যবধানে এইচডিএফসি ব্যাংক-কে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। বিজয়ী দলের অলরাউন্ডার অসীম সরকার পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব। তৃতীয় খেলায় ইকফাই ইউনিভার্সিটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে তিন রানের ব্যবধানে হ্যালুসিনেট টিমকে পরাজিত করে সেমিফাইনালের ছাড়পত্র পেয়েছে। বিজয়ী দলের দেবতনু পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের স্বীকৃতি ট্রফি। চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক চার উইকেট এর ব্যবধানে এনিমেটর ক্রিকেট ক্লাবকে হারিয়ে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছে। বিজয়ী দলের পার্থপ্রতিম দত্ত পেয়েছে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার। আগামীকাল সকাল সাড়ে নয়টায় প্রথম সেমিফাইনালে অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিসার্স এসোসিয়েশন খেলবে ইকফাই ইউনিভার্সিটির বিরুদ্ধে। দ্বিতীয় সেমিফাইনালে ইউনিটি লিভার হসপিটাল এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক পরস্পরের মুখোমুখি হবে। অতঃপর ফাইনাল ম্যাচের শেষে এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। আজ, শনিবার প্রতিযোগিতার প্রথম দিনে মাঠে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ব ডাঃ প্রশান্ত মজুমদার, ডাঃ রণবীর রায়, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জিএম অনুপ কুমার সাহা, মার্কেটিং চীফ এক্সিকিউটিভ জিৎ ভট্টাচার্য সহ উপস্থিত অতিথিদের সংবর্ধিত করা হয়েছে। অংশগ্রহণকারী প্রতিটি দলকে দেওয়া হয়েছে শুভেচ্ছা স্মারক। ম্যাচ শুরুর প্রাক্কালে সম্প্রতি প্রয়াত মিডিয়া জগতের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আগামীকাল সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিত্ব প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সচিব অভিষেক দে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। আগামীকাল চূড়ান্ত পর্যায়ের খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকলের সহযোগিতা চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *