BRAKING NEWS

উত্তর-পূর্ব হিমোফিলিয়া কনসোর্টিয়ামের ৭ম বার্ষিক সম্মেলনরাজ্যের জনগণের স্বাস্থ্য সুুরক্ষায় বর্তমান সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে : মুখ্যমী

রাজ্যের জনগণের স্বাস্থ্য সুুরক্ষায় বর্তমান সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে৷ উন্নত স্বাস্থ্য পরিষেবা সম্পসারণে রাজ্যের জেলা, মহকুমা ও গ্রামীণ জনপদে উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে৷ আজ আগরতলার একটি বেসরকারি হোটেলে উত্তর-পূর্ব হিমোফিলিয়া কনসোর্টিয়ামের ৭ম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমী প্রফেসর (ডা.) মানিক সাহা৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, রাজ্যের হেলথ সার্ভিসের ভারপ্রাপ্ত অধিকর্তা ডা. সৌভিক দেববর্মা, উত্তর পূর্ব হিমোফিলিয়া কনসোর্টিয়ামের সভাপতি ডা. জোরাম খোপে, রাজ্য স্বাস্থ্য মিশনের ম্যানেজিং ডিরেক্টর রাজীব দত্ত, ডা. জিনা ভট্টাচার্য৷
সম্মেলনে মুখ্যমী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, হিমোফিলিয়া একটি বিরল এবং জিনগত রোগ৷ যা মানুষের শরীরে রক্ততঞ্চনে বাধা সৃষ্টি করে৷ সমীক্ষায় দেখা গেছে, গড়ে প্রতি ৫ হাজার জন মানুষের মধ্যে ১ জন এই রোগে আক্রান্ত হতে পারেন৷ আমাদের রাজ্যে বর্তমানে ৭৭ জন হিমোফিলিয়া রোগী নথিভুক্ত রয়েছেন৷ হিমোফিলিয়া রোগীদের নিয়মিত চিকিৎসার প্রয়োজন রয়েছে৷ সম্মেলনে মুখ্যমী আরও বলেন, আমাদের রাজ্যের আইজিএম হাসপাতাল হচ্ছে এই রোগের জন্য স্টেট নোডাল সেন্টার৷ আইজিএম হাসপাতাল জেলা ও মহকুমা হাসপাতালের সঙ্গে এ বিষয়ে সমন্বয় রেখে কাজ করছে৷ রাজ্যে বিনামূল্যে এই রোগের চিকিৎসায় সরকার উদ্যোগ নিয়েছে৷ মুখ্যমী বলেন, উত্তর-পূর্ব হিমোফিলিয়া কনসোর্টিয়াম এই রোগ নিরাময়ের লক্ষ্যে কাজ করছে৷ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন হিমোফিলিয়া রাজ্য নোডাল অফিসার ডা. মৃণাল দাস৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ডা. রজত দেববর্মা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *