আদিবাসী দিবসে জনজাতিদের রক্ষার দাবি জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: মুক্তধারা প্রেক্ষাগৃহে শুক্রবার উপজাতি কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আদিবাসী দিবস পালিত হয়।  আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, দিবাচন্দ্র রাঙখল সহ অন্যান্য নেতৃবৃন্দ।নয় আগস্ট আদিবাসী দিবস। আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এই উপলক্ষে মুক্তধারা প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জনজাতি অংশের শিল্পীরা বিভিন্ন নৃত্য ও সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং দিবাচন্দ্র রাঙখল।আদিবাসী দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, জনজাতিদের রক্ষা করা না গেলে পরিবেশকে রক্ষা করা যাবে না। জি-২০ ভুক্ত দেশগুলি বিষয়টি নিয়ে ভাবছে। যেকোনো মূল্যে আদিবাসীদের সুরক্ষিত রাখতে হবে। আদিবাসীরা পরিবেশকে সুরক্ষিত রাখতে সহায়ক ভূমিকা পালন করে চলেছেন বলে উল্লেখ করেন তিনি। গোটা বিশ্বে উষ্ণায়ন যেভাবে বাড়ছে, তাতে সরকারকেও এসব বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করা উচিত বলে তিনি উল্লেখ করেন ।

পাশাপাশি জনজাতিদের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা রক্ষার জন্য যথাযথ দায়িত্ব গ্রহণ করতে হবে। এদিন তিনি রোমান হরফে ককবরক ভাষা চালুর জোরালো দাবিও জানান। তিনি বলেন ককবরক ভাষার লিপি নিয়ে বহু বিতর্ক হয়েছে। এসব বিতর্কের ঊর্ধে ওঠে রোমান হরফে ককবরক ভাষা চালু করার জন্য তিনি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।