BRAKING NEWS

করিমগঞ্জে উদ্ধার প্রায় ১১৫ কোটি টাকার ড্রাগস, ধৃত চার

করিমগঞ্জ (অসম), ৯ আগস্ট (হি.স.) : করিমগঞ্জের শহরতলি বাইপাসে রাজ্য পুলিশের এসটিএফ-এর আইজি পার্থসারথি মহন্ত এবং করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ১১৫ কোটি টাকার ড্রাগস। ড্রাগস পাচারের অভিযোগে চারজনকে গ্রেফতার এবং ড্রাগস পাচারে ব্যবহৃত ট্রাক বাজেয়াপ্ত করেছে পুলিশ।এসটিএফ-এর আইজি পার্থসারথি মহন্ত জানান, গোপন সূত্ৰে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গুয়াহাটি থেকে তিনি এসে করিমগঞ্জের পুলিশ সুপার পাৰ্থপ্ৰতিম দাসকে নিয়ে করিমগঞ্জের বাইপাস এলাকায় বাবা হোটেলের কাছে অভিযানে নামেন। আইজি এবং পুলিশ সুপারের নেতৃত্বে পরিচালিত অভিযানে এনএল ০১ এসি ৪৭৬৪ নম্বরের একটি ট্রাকের গতিরোধ করে তাতে তালাশি চালান তাঁরা।ট্ৰাকের গোপন চেম্বার থেকে ১,৩০০ গ্ৰাম হেরোইন এবং ৩ লক্ষ ৫০ হাজারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ড্ৰাগসগুলির কালোবাজারে মূল্য ১১৫ কোটি টাকার বেশি হবে। বা‌জেয়াপ্তকৃত ড্রাগসগু‌লি মিজোরাম থে‌কে সংগ্রহ ক‌রে অন্য ত্র পাচা‌রের পরিকল্পনা ছিল বলে তাঁদের প্রাথ‌মিক তদ‌ন্তে ধরা পড়েছে, জানান আইজি এসটিএফ পার্থসারথি মহন্ত।তিনি জানান, ড্রাগস পাচারে জড়িত অভিযোগে চারজনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের ফুজাইল আহমেদ, নইমুল হক, আতিকুর রহমান এবং জগজিৎ দেববর্মণ বলে পরিচয় পাওয়া গেছে।অন্য সূত্রে জানা গে‌ছে, ড্রাগস স‌মেত বাজেয়াপ্তকৃত ট্রাকের মালিক জনৈক হবিবুর রহমান। সে কিছু‌দিন আগে ক‌রিমগঞ্জ সদর পু‌লি‌শের হা‌তে ড্রাগস পাচা‌রের অভিযোগে গ্রেফতার হয়েছিল। এখন সে জেল হাজ‌তে। এই একই ট্রাকে করে ড্রাগস পাচার কর‌তে গি‌য়ে জেলবন্দি হবিবুর রহমানের বাবা নইমুল হক সহ চারজন ধরা প‌ড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *