নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: পশ্চিম জেলার পুলিশ সুপার ড: কিরণ কুমার কে এর নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় রাজধানী আগরতলা শহরের বিভিন্ন জায়গায় নেশা বিরোধী অভিযান চালানো হয়। নেশাসেবনকারী সন্দেহে ৪০ জনকে আটক করেছে এদিন পুলিশ।এদিন অভিযানকালে পুলিশ সুপার বলেন, গোটা রাজ্যে যুবসমাজ নেশার করালগ্রাসে নিমজ্জিত হচ্ছে। ফলে তাদের জীবন অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। পাশাপাশি সমাজও নষ্ট হচ্ছে। প্রতিনিয়তই সাধারণ নাগরিক এই অভিযোগ জানিয়ে আসছেন। এরই পরিপ্রেক্ষিতে পূর্ব এবং পশ্চিম থানা এলাকায় এদিন অভিযান চালানো হয়েছে। আস্তাবল ময়দান, ডিম সাগর লেক এলাকা সহ বিভিন্ন জায়গায় এই অভিযোগ চালানো হয়েছে এদিন। এরই পরিপ্রেক্ষিতে ৪০জনের উপর যুবককে আটক করেছে পুলিশ। তাদের প্রত্যেকেই বিভিন্ন নেশার সঙ্গে যুক্ত বলে দাবি পুলিশের।