পেট্রাপোল, ৭ আগস্ট(হি.স.): বাংলাদেশের হিংসার ঘটনার জেরে সোমবার থেকে বন্ধ রয়েছে আমদানি-রফতানি, যার ফলে প্রায় ৫০ লক্ষ টাকার মাছ নষ্ট হয়েছে।
ওড়িশার চিলকা থেকে সমুদ্রের মাছ নিয়ে সোমবার সকাল ৭টা নাগাদ পেট্রাপোলে এসে পৌঁছায় ৪টি ট্রাক। তবে কাস্টমসের ক্লিয়ারেন্স না পাওয়ায় ট্রাকগুলি পার্কিংয়ে দাঁড়িয়ে থাকে। এর মধ্যে দুটি ট্রাকের মাছে পচন ধরতে শুরু করেছে।
বুধবার মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, আমদানি-রফতানি বন্ধ থাকার কারণে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের দাবি, দ্রুত কাস্টমসের ক্লিয়ারেন্স পাওয়া গেলে এই ধরনের ক্ষতি এড়ানো যেত।
অন্যদিকে, প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলেই আমদানি-রফতনি পুনরায় শুরু করা হবে। তবে বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার কারণে কিছু সময় অপেক্ষা করতে হবে।
এদিকে, বাংলাদেশে চলমান হিংসার ঘটনাগুলি তাড়াতাড়ি শান্ত হবে এবং আমদানি-রফতানি পুনরায় চালু হবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।