BRAKING NEWS

ভিনেশ ছিটকে যাওয়ায় সংসদের সামনে প্রতিবাদ ইন্ডি জোটের নেতাদের

নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): অলিম্পিকে কুস্তির ফাইনালে উঠেও ভিনেশ ফোগাটের বাতিল হওয়ার ঘটনা নিয়ে ঝড় উঠেছে রাজনীতির ময়দানেও। ভিনেশ ফোগাট মহিলাদের ৫০ কেজি বিভাগের কুস্তিতে ফাইনালে উঠেছিলেন। কিন্তু বুধবার তাঁর ওজন ৫০ কেজি থেকে প্রায় ১০০ গ্রাম বেশি বলে জানা যায়। তখনই প্রতিযোগিতা থেকে বাতিল করা হয় ভিনেশকে। ভিনেশ ফোগাটের জন্য ন্যায়বিচারের দাবিতে সংসদের মকর দ্বারের সামনে বুধবার বিক্ষোভ দেখায় ইন্ডি জোটের সাংসদরা।

তাঁর বাদ পড়ায় ইন্ডি জোটের একাধিক নেতা নিজেদের বক্তব্য জানিয়েছে। সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব বলেছেন, ফোগাটের ফাইনালে না খেলার আলোচিত ‘টেকনিক্যাল’ কারণগুলির গভীর তদন্ত হওয়া উচিত। নিশ্চিত করা উচিত যে সত্যটি কী এবং এর পিছনে আসল কারণ কী। এ বিষয়ে অখিলেশের স্ত্রী ও সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব বলেছেন, কেন তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে, তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিত। সরকারকে অবশ্যই একটি বিবৃতি জারি করতে হবে এবং এর তদন্ত করা উচিত। কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালা ভারতের ক্রীড়া ইতিহাসে এই দিনটিকে ‘কালো দিন’ বলে উল্লেখ করেন। এও বলেন, ১৪০ কোটি ভারতীয় হতবাক। এটা একটা বিশাল ষড়যন্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *