BRAKING NEWS

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন হল বিশ্বভারতীতে

বোলপুর, ৭ অগস্ট (হি.স.): বুধবার ২২ শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হল বিশ্বভারতীতে৷ সকাল থেকে রবীন্দ্রসঙ্গীত, বৈদিক মন্ত্রপাঠ, ব্রহ্ম উপাসনা, পুষ্পপ্রদান, বৃক্ষরোপণের মধ্যদিয়ে কবিকে স্মরণ করা হয়৷ পাশাপাশি, বোলপুর পৌরসভার পক্ষ থেকে ‘হাজার কন্ঠে রবীন্দ্রনাথ’ অনুষ্ঠানের মধ্যদিয়ে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়৷

১৯৪১ সালের ৭ আগস্ট মহাপ্রয়াণে পথে গিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর৷ বাংলার ২২ শে শ্রাবণ। গুরুদেবের প্রয়াণ দিবস পালন করল বিশ্বভারতী৷ এদিন সকালে গৌরপ্রাঙ্গণে বৈতালিক, উপাসনা গৃহে ব্রহ্ম উপাসনা, বৈঠক মন্ত্রপাঠ হয়৷ পরে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে উদয়ন বাড়িতে গুরুদেবের ব্যবহৃত চেয়ারে পুষ্প নিবেদন করে শ্রদ্ধা জানান বিশ্বভারতীর উপাচার্য অরবিন্দ মণ্ডল। পরে পুরনো মেলার মাঠে বৃক্ষরোপণ করা হয়৷ দিনভর এভাবেই নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে গুরুদেবকে স্মরণ করা হয়৷ এদিন থেকে বিশ্বভারতীতে শুরু হল রবীন্দ্র সপ্তাহ৷ ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন পর্যন্ত চলবে এই রবীন্দ্রসপ্তাহ৷ প্রত্যেক দিন বিশ্বভারতী নানা ভবন, প্রেক্ষাগৃহে বক্তৃতা, আলোচনা, প্রদর্শনী, নাটক, গানে গানে পালিত হবে এই সপ্তাহ৷

অন্যদিকে, বোলপুর পৌরসভার পক্ষ থেকে বীরভূম জেলা পরিষদের ডাকবাংলো মাঠে ‘হাজার কন্ঠে রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ বোলপুর-শান্তিনিকেতনের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর মধ্যে থেকে ১ হাজার নারী-পুরুষ এক যোগে রবীন্দ্রসঙ্গীত গাইতে থাকেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুর, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মণ্ডল, রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক অভিজিৎ সিংহ, বিকাশ রায়চৌধুরী, অভেদানন্দ থান্দার, মুলুক ভারতসেবাশ্রমের শান্তি মহারাজ প্রমুখ৷

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মণ্ডল বলেন, “সকাল থেকেই বিশ্বভারতীতে নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে কবিকে স্মরণ করা হচ্ছে৷ এক সপ্তাহ ধরে চলবে নানান অনুষ্ঠান৷ রবীন্দ্রসপ্তাহে বিভিন্ন ভবন অংশ নিচ্ছে। শান্তিনিকেতনের আকাশে-বাতাসে গুরুদেব। তাঁকে স্মরণ প্রতি মুহুর্তেই করতে হয়৷ রাজ্য সরকারের বোলপুর পৌরসভা যে হারাজ কন্ঠে রবীন্দ্রনাথ অনুষ্ঠানের আয়োজন করেছে তা অভিনব। রবীন্দ্রনাথের গান তো সময় হয়৷ কিন্তু, এক সঙ্গে এত শিল্পী প্রাণবন্ত উচ্ছ্বাস খুব ভালো উদ্যোগ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *