BRAKING NEWS

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তর জেলায় প্রস্তুতি তুঙ্গে

ধর্মনগর, ৬ আগস্ট : ৮ আগস্ট রাজ্যের বিভিন্ন জেলার সাথে উত্তর জেলায় ত্রিস্তর  পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হতে চলেছে। মানুষকে সার্বিক নিরাপত্তা দিতে এবং নির্ভয়ে মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার জন্য উত্তর জেলা পুলিশ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।

উত্তর জেলায় সিআরপিএফ, এসএসবি, বিএসএফ, ত্রিপুরা স্টেইট রাইফেলসের জওয়ানরা এবং রাজ্য পুলিশের জওয়ানরা বিভিন্ন এলাকায় শুধুমাত্র পোলিং স্টেশনগুলিতে নয় অন্যান্য জায়গায় মানুষের নিরাপত্তা এবং নির্ভয়ে ভোট দেওয়ার জন্য সাহায্য প্রদান করে যাবে। মোট ৩৪৭ টি পোলিং স্টেশনে উত্তর ত্রিপুরায় ভোটগ্রহণ করা হবে।

পোলিং স্টেশনের পাশাপাশি স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা কর্মীরা থাকবে। তার পাশাপাশি তিনি আবেদন জানান পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ একটা অস্থির পরিস্থিতি বিরাজ করছে তাই কোন কিছু পেলেই মানুষ যাতে পোস্ট না করে। একটু ভেবেচিন্তে দেখে সঠিক কিনা। আমরা শান্তিপ্রিয় দেশের ঐক্য শান্তির শৃঙ্খলা বজায় রাখার পক্ষপাতী। তাই দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কোন ধরনের অপ্রীতিকর পোস্ট না করার জন্য জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীকে আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *