আগরতলা, ৬ আগস্ট: ইসকন হরেকৃষ্ণ মন্দিরের উদ্যোগ বাংলাদেশে সনাতনী সংখ্যালঘুদের উপর আক্রমণের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় মঙ্গলবার। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সহ ইসকন মন্দিরের সাধুসন্তরা।
প্রতিবাদ কর্মসূচির উদ্যোক্তারা জানান, বাংলাদেশে যে ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে তা কোনভাবেই কাম্য নয়। হিন্দুদের উপর সেখানে অত্যাচার নামিয়ে আনা হয়েছে। এর ফলে অত্যন্ত ভয়-ভীতি পূর্ণ পরিস্থিতিতে হিন্দুরা বাংলাদেশে বসবাস করছেন। তাদের জীবন সংকট সেখানে লক্ষ্য করা যাচ্ছে। এই ধরনের ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন মানববন্ধন প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করেছে ইসকন হরেকৃষ্ণ মন্দির।