BRAKING NEWS

বাড়ছে গোমতী নদীর জলস্তর, চিন্তায় নদীর তীরের এলাকাবাসীরা

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ৪ আগস্ট:
গোমতী নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে মেলাঘর পৌরসভার আট নম্বর ওয়ার্ড এলাকার বেশ কিছু বাড়িঘর। জীবনের শেষ সম্বল ছিল বসতভিটা। টানা বৃষ্টিতে গোমতী নদীর জল বাড়ার ফলে গোমতী নদীর একেবারে শেষ কিনারায় বসত ঘর চলে এসেছে।

তাই বাধ্য হয়ে মেলাঘর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল মিয়া গোমতি নদী সংলগ্ন বসত ঘর ভেঙ্গে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। শনিবার রাত্রে তিনি এই ঘরে ঘুমাতে পারেননি। সারারাত অনিদ্রা থেকে ঘরটিকে পাহারা দিয়েছেন। আর রবিবার সকাল হতেই গোমতী নদীর জল যেভাবে বেড়ে চলেছে  হয়তো আজকের দিনে তার বসত ঘরটি   নদীর বুকে চলে যেতে পারে। সেজন্য বসত ঘর ভেঙ্গে অন্যের জায়গায় আপাতত স্থান নিচ্ছেন। 

আগামী দিনে কি করবেন, কোথায় থাকবেন পরিবার নিয়ে এই চিন্তায় অস্থির হয়ে উঠেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *