ভারত-বাংলা সীমান্ত দিয়ে পাচারকালে উদ্ধার ১৫ টি গবাদি পশু

আগরতলা ৪ আগস্ট : ত্রিপুরায় ইন্দো-বাংলা সীমান্ত দিয়ে পাচার অব্যাহত রয়েছে। তবে, বিএসএফের কড়া নজরদারি পাচার ঠেকাতেও সাফল্য মিলছে।

৪ আগস্ট মধ্যরাতে ফের সীমান্ত এলাকায় পাচার বাণিজ্য রুখতে সমর্থ হয়েছে বিএসএফ। সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় ১৫ টি গবাদি পশুকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। 

বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, খোয়াই জেলায় বগাবিল বিওপি এলাকায় গবাদি পশু পাচারের জন্য পাচারকারীদের গতিবিধি লক্ষ্য করেন বিএসএফ-র জওয়ানরা। জওয়ানদের দেখেই তাঁদের উপর আক্রমণ চালায় পাচারকারীরা। প্রতিরোধে ২ রাউন্ড গুলি ছুড়ে বিএসএফ। যদিও কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। তারা গবাদি পশু ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।