BRAKING NEWS

অবৈধ অনুপ্রবেশ এবং পাচার বাণিজ্য রুখতে বিএসএফের আইজি এবং বাংলাদেশের সহকারী হাইকমিশনারের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট:

ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার জনাব আরিফ মোহাম্মদের
সঙ্গে গুরুত্বপূর্ণ সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হয়েছেন বিএসএফের আইজি প্যাটেল পীযুষ পুরুষোত্তম দাস।

বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ, ট্রান্স বর্ডার চোরাচালান, সীমান্তে উন্নয়নমূলক কাজসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে।

বিএসএফের আইজি প্যাটেল পীযুষ পুরুষোত্তম দাস, অবৈধ অনুপ্রবেশের বর্তমান অবস্থা এবং চোরাচালানে বাংলাদেশি নাগরিকদের জড়িত থাকার বিষয়ে তাকে অবহিত করেন। এই অবৈধ কার্যক্রম বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সহকারী হাইকমিশনারের নিকট আবেদন জানিয়েছেন তিনি।

দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং সীমান্তে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *