নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই:
লামডিং- সাবরুম রেল ট্র্যাক ডাবল লাইন রেল ট্র্যাকে রূপান্তরিত করার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন রাজ্য পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
চিঠিতে তিনি উল্লেখ করেন, লামডিং-সাব্রুম রুটের বিদ্যমান এক লাইন রেল ট্র্যাককে ডাবল লাইন রেল ট্র্যাকে রূপান্তর করা অত্যন্ত প্রয়োজন। বর্তমানে, লামডিং থেকে সাব্রুম পর্যন্ত ট্র্যাকটি একক লাইন, যা এক্সপ্রেস এবং লোকাল উভয় ট্রেনের জন্য বিলম্বের কারণ। এই সেটআপ আরও ট্রেন চালানো বা নতুন পরিষেবা চালু করতে বাধা সৃষ্টি করছে। তাই এই রুটে ডাবল লাইন ট্র্যাক নির্মাণের জন্য অনুরোধ করেন তিনি।
পাশাপাশি তিনি আরো বলেন, আগরতলা-সাব্রুম রেললাইনটি উত্তর-পূর্বাঞ্চলীয় অন্যান্য রাজ্য এবং বাংলাদেশের সাথে বাণিজ্য ও যোগাযোগের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগরতলা-সাব্রুম রেলওয়ে প্রকল্পের ডাবল লাইন রেল ট্র্যাককেও অগ্রাধিকার দেওয়ার জন্য রেল মন্ত্রককে অনুরোধ জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।