নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ৩১ জুলাই:
উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর থানার পুলিশ একটি বেআইনি মদ বোঝাই গাড়ি আটক করতে সক্ষম হয়েছে। গাড়ি থেকে প্রচুর পরিমাণ বিলিতি মদ উদ্ধার করা হয়েছে।
দুই মাসের মাথায় নম্বর বিহীন মদ বোঝাই একই বোলেরো গাড়িকে দ্বিতীয়বার আটক করলো কাঞ্চনপুর থানার পুলিশ। উদ্ধার ১২০ কার্টুনে ২,২৪০ বোতল বেআইনি বিলাতি মদ।
জানা গেছে, এই গাড়িটিকে মাদক পাচারকালে গত ৩১ মে আটক করেছিলো কাঞ্চনপুর থানার পুলিশ। ফের একই গাড়িতে অবৈধ বিলাতি মদ নিয়ে পানিসাগরের দিক থেকে যাচ্ছিল। পুলিশের তাড়া খেয়ে কাঞ্চনপুরের দিকে যাওয়ার সময় শান্তিপুর গোপালপুর থেকে ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে গাড়িটিকে আটক করে পুলিশ। তবে কাউকে আটক করতে পারেনি।
—–
| ReplyReply allForwardAdd reaction |

