নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই:
বুধবার সিপিআই(এম) রাজ্য কমিটির উদ্যোগে মুক্তধারা অডিটোরিয়াম হলে প্রয়াত সিপিআইএম নেতা সমর আঢ্যর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। উপস্থিত সদস্যরা সমর আঢ্য – র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, সমর আঢ্য রাজনৈতিক জীবন বর্তমান রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি এ দিন সমর আঢ্য – র স্মৃতিচারণ করেছেন। তিনি বলেন, তাঁর এর অসময়ে চলে যাওয়া কোনভাবে মেনে নেওয়া যায় না। কমিউনিস্ট আন্দোলনে এটি যথেষ্ট প্রভাব ফেলবে। শূন্যস্থান পূরণ হয় এটি কালের নিয়ম। তবে সমর আঢ্য – র শূন্যস্থান পূরণ করা সহজ নয়। তিনি যেমন উদ্যোগী ছিলেন তেমন গণতান্ত্রিক আন্দোলনকে তেজী করতে চেয়েছিলেন। জনগণের সেবায় ছিল তার মূল লক্ষ্য। তিনি প্রচারের আলো চাইতেন না। গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন ছিল তার রাজনৈতিক জীবনের মুল্য লক্ষ্য।