ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম জয়ের স্বাদ পাওয়ার ঐকান্তিক ইচ্ছে রয়েছে নবোদয় সংঘের। খেলা আগামীকাল। প্রতিপক্ষ স্টাইলার্ক ক্লাব । বেলা দুইটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে বি-ডিভিশন লীগ ফুটবলের ১৩ তম ম্যাচ। উল্লেখ্য, পরপর তিনটি ম্যাচে যথাক্রমে ত্রিপুরা স্পোর্টস স্কুলের কাছে তিন গোলে, বীরেন্দ্র ক্লাবের কাছে ১-৬ গোলে এবং কল্যাণ সমিতির কাছে দুই-পাঁচ গোলে হেরে নবোদয় অনেকটা পিছিয়ে পড়েছে। যদিও স্কাইলার্ককে কিন্তু এখনও পরাজয়ের সম্মুখীন হতে হয়নি। প্রথম দুটি ম্যাচে যথাক্রমে এনএসআরসিসি কে তিন গোলে এবং পুলিশ আর সি কে ন্যূনতম গোলে হারিয়ে ডাবল জয়ের পর তৃতীয় ম্যাচে মৌচাকের সঙ্গে এক-এক গোলে ম্যাচ ড্র করতে হয়েছিল। আগামীকাল অবশ্যই লক্ষ্য রয়েছে জয়ে ফেরার।
আগামীকাল বিকেল চারটায় দিনের দ্বিতীয় খেলায় মৌচাক খেলবে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে। দু-দলের কাছেই এটি চতুর্থ ম্যাচ। মৌচাক পরপর তিন ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে ড্র করে মজাদার ড্র-য়ের হ্যাটট্রিক এর মধ্য দিয়ে এক-এক করে ৩ পয়েন্ট পেয়ে অনেকটা ভাগ্য বিড়ম্বনায় ভুগছে। অপরদিকে ত্রিপুরা স্পোর্টস স্কুল টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে তথা জয়ের হ্যাট্রিকের মাধ্যমে ৯ পয়েন্ট পেয়ে তালিকায় এককভাবে শীর্ষে অবস্থান করছে। নবোদয়কে তিন গোলে, কল্যাণ সমিতিকে ৪-২ গোলে এবং বীরেন্দ্র ক্লাবকে ৩-০ গোলে হারানোর পর আগামীকালও ইচ্ছে রয়েছে জয়ের ধারা অব্যাহত রাখার।