কলকাতা, ৩০ জুলাই (হি.স.): বহরমপুর তথা পশ্চিমবঙ্গের দাপুটে কংগ্রেস নেতার মুখে এবার অভিমানের সুর। অধীর রঞ্জন চৌধুরী পরিষ্কার বললেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কথায় তিনি আঘাত পেয়েছিলেন। প্রদেশ কংগ্রেসের বিদায়ী সভাপতি অধীর বলেছেন, লোকসভা ভোট চলার সময়ে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের একটি মন্তব্য তাঁকে আঘাত করেছিল।কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি এআইসিসি-র বৈঠকেও তাঁকে যে ভাবে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলে অভিহিত করা হয়েছে, তাতেও হতাশা ব্যক্ত করেছেন অধীর। মঙ্গলবার অধীর বলেছেন, “যেদিন মল্লিকার্জুন খাড়গে দলের সভাপতি হন, দলের সংবিধান অনুযায়ী দেশের অন্যান্য সমস্ত পদ অস্থায়ী হয়ে পড়ে। এমনকি আমার পোস্ট অস্থায়ী হয়ে গিয়েছিল। নির্বাচন চলাকালীন, মল্লিকার্জুন খাড়গে টেলিভিশনে বলেছিলেন, প্রয়োজনে আমাকে বাইরে রাখা হবে, যা আমাকে হতাশ করেছিল। পশ্চিমবঙ্গে নির্বাচনী ফলাফলও দলের জন্য ভালো হয়নি। দলের অস্থায়ী সভাপতি হলেও দায়িত্ব ছিল আমার ওপর। এরপরে আমি খাড়গেজিকে বলেছিলাম, যদি সম্ভব হয় তবে আপনি আমার জায়গায় অন্য কাউকে নিয়ে আসতে পারেন।”অধীর আরও বলেছেন, “এর মধ্যে আমাকে এআইসিসি পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের একটি বৈঠক ডাকতে বলা হয়েছিল, কারণ দল দু’টি প্রস্তাব পাস করতে চায়। আমি ছিলাম, আমি জানি যে সভাটি আমার সভাপতিত্বে ডাকা হয়েছিল এবং আমি তখনও পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি ছিলাম। কিন্তু বৈঠক চলাকালীন, গুলাম আলী মীর ভাষণ দেওয়ার সময় বলেছিলেন, প্রাক্তন সভাপতিও এখানে আছেন। সেই সময়, আমি জানতে পারি যে আমি (পশ্চিমবঙ্গ কংগ্রেসের) প্রাক্তন সভাপতি হয়েছি।” প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের সময়ে তৃণমূল কংগ্রেস সম্পর্কে তির্যক মন্তব্য করেছিলেন অধীর। আর সেই সময় থেকেই যাবতীয় হতাশার সূত্রপাত।