মধ্যপ্রদেশ-২ ত্রিপুরা-২
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দু-দুবার পিছিয়ে থেকেও পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়লো ত্রিপুরা। নিজেদের প্রথম ম্যাচে। অসমের নোয়াগঁাওয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বালকদের জুনিয়র ফুটবলে। ওই রাজ্যের নুরুল আমিন স্টেডিয়ামের ২ নং মাঠে সোমবার সকালে মধ্যপ্রদেশের মুখোমুখি হয়েছিলো ত্রিপুরা। প্রচন্ড গরমের মধ্যেও এদিন শুরুতে ভালো না খেললেও ম্যাচ যত গড়িয়েছে ততই ইন্দ্রজিৎ সূত্রধরের ছেলেরা জ্বলে উঠেছে। একসময় ম্যাচে জয় পাওয়ার মতো অবস্থায় চলে এসেছিলো ত্রিপুরা। অমরজিৎ দেববর্মা এবং দলনায়ক বংলাল রিল হালাম সহজ সুযোগ যদি নষ্ট না করতো তাহলে হয়তোবা প্রথম ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারতো ত্রিপুরা । এদিন ম্যাচ শুরুর ১০ মিনিটের মাথায় রক্ষণভাগের ফুটবলারের সঙ্গে গোলরক্ষক রমজান মিঁয়ার ভুল বোঝাবুঝির জন্য গোল হজম করে ত্রিপুরা। শুরুতেই গোল হজম করার পর সমতা ফেরানোর জন্য আক্রমণের গতি বাড়ায় রাজ্য দলের ফুটবলাররা। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে দলনায়ক বং লাল রিল হামাল সমতা ফেরায়। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোল হজম করে ত্রিপুরা। গোল হজম করার ১২ মিনিটেকর মাথায় বংলাল রিল হালাম নিজের এবং দলের পক্ষে দ্বিতীয় গোল করে সমতা ফেরায়। সমতা ফিরতেই আক্রমণের গতি আরও বাড়ায় ত্রিপুরার ফুটবলাররা। ক্রমাগত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে মধ্যপ্রদেশের রক্ষণভাগের ফুটবলাররা। কিন্তু অমরজিৎ দেববর্মা সহজ সুযোগ নষ্ট করায় দল কাঙ্খিত জয় পায়নি। খেলা শেষে নোয়াগঁাও থেকে ত্রিপুরা দলের ম্যানেজার রূপক মজুমদার বলেন,”জয় পেতে পারতাম আমরা। যদি না সহজ সুযোগ নষ্ট না হতো। আসরের প্রথম ম্যাচ হওয়ায় কিছুটা জড়তা ছিলো ফুটবলারদের মধ্যে। তবে বিশ্বাস করি পরের ম্যাচে ছেলেরা আরও ভালো খেলবে”। ৩১ জুলাই ত্রিপুরা দ্বিতীয় ম্যাচ খেলবে গুজরাটের বিরুদ্ধে। ওই দিন দুপুর ২ টায় শুরু হবে ম্যাচটি।