নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:
বটতলা এলাকায় বিল্ডিং নির্মাণের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে আহত হয়েছেন এক শ্রমিক। আহত শ্রমিকের নাম ভবেশ দাস, তার বাড়ি আসামে।
ঘটনার বিবরণে জানা যায়, গত পাঁচ দিন ধরে ওই বিল্ডিং নির্মাণ করার জন্য ভবেশ দাস সেখানে কাজ করছিলেন। আজ হঠাৎই অন্যান্য শ্রমিকদের সঙ্গে যখন তিনি কাজ করছিলেন তখন মাটি ভেঙ্গে তার উপর পড়ে। তাতে গুরুতর আহত হয়েছেন তিনি। অন্যান্য সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছেন। বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।