নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৬ জুলাই: বাইখোড়া বাজারের আবর্জনা এনে জাতীয় সড়কের পাশে ফেলার ফলে অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে স্থানীয় লোকজনেরা।
ঘটনার বিবরনে জানাযায়, বাইখোড়া বাজারে প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পঁচা গলা সমস্ত প্রকারের আবর্জনা সংগ্রহকরে এনে বাইখোড়া বাজারের মোটরষ্টেন্ডের পাশ্ববর্তী একটি ব্রীজ সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে এনে ফেলাহয়।
প্রকাশ্য দিনেরবেলায় এইভাবে পঁচাগলা আবর্জনা এনে ফেলার ফলে অসুবিধার সন্মুখিন হতেহচ্ছে এলাকার স্থানীয় লোকজনেরা। এলাকাবাসী আজ এক ব্যাক্তিকে আবর্জনে ফেলতে দেখে কার আদেশে এইভাবে জাতীয় সড়কের পাশে আবর্জনা ফেলছে তা জানতে চাইলে ঐ ব্যক্তি প্রথম অবস্থায় জানান মহকুমাশাসকের আদেশক্রমে আবর্জনাগুলো ফেলছে পরবর্তী সময় লোকজনের চাপে পরে ঘটনার সত্যতা প্রকাশ করে।
সে জানায় স্থানীয় বাজার কমিটি ও নকুল নামে এক ব্যক্তির আদেশক্রমে এই আবর্জনাগুলি এখানে ফেলা হচ্ছে। এখন এলাকার স্থানীয় লোকজনেরা চাইছে দুর্ঘন্ধমুক্ত পরিবেশ গঠনে ও এলাকার লোকজনের সুবিধার্থে প্রসাশন যেন সঠিক পদক্ষেপ গ্রহনকরে।